জেলা প্রতিনিধি ॥
গোমস্তাপুর উপজেলার দুর্লভপুর গ্রামের দুই মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ নিহত তিন জনের মৃতদেহ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে। মৃতরা হচ্ছে- উপজেলার দুর্লভপুর গ্রামের বদরুল হকের ছেলে মসিদুল হক (৩০) ও তার মেয়ে অপি (১০), অনি (৬)। বাবা মসিদুল হক গোমস্তাপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকের কাজ করতেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, পারিবারিক কলহের কারণে মসিদুল হকের স্ত্রী পরশমনি গত সোমবার বিকেলে বাবার বাড়ি চলে যান। ওইদিন রাতে কোনো একসময় প্রথমে ২ মেয়ে ও পরে বাবা নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মঙ্গলবার সকালে মসিদুল ঘরের দরজা না খোলায় পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। তারা থানায় খবর দেয়। পুলিশ এসে সকাল ৮টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোমস্তাপুর সার্কেলের এএসপি আব্বাস উদ্দিন জানান, পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।