বিনোদন ডেস্ক ॥ শিরোনাম দেখে অবাক হলেও ঘটনাটি ঘটবেই। সোমবার থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবেন নুসরাত ইমরোজ তিশা। বিচিত্র সব চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি। এবার বস্তির টেরর বিজলী চরিত্রে ‘বিজলী’ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।
এতে দেখা যাবে, রেলওয়ে বস্তি সংলগ্ন এলাকার ত্রাস হিসেবে পরিচিতি ‘বিজলী’ কালাগুণ্ডার একমাত্র মেয়ে। বহুদিন ধরে দলবল নিয়ে এলাকায় একক রাজত্ব করে যাচ্ছে। অন্যদিকে এলাকার অন্য সন্ত্রাসী গ্রুপ নইন্না বিজলীর একমাত্র প্রতিপক্ষ। দুই দলের কেউ কাউকে সহ্য করতে পারে না, একদল আর এক দলকে শেষ করার প্রতিযোগিতায় লিপ্ত। এলাকার রাজনীতিক ও প্রভাবশালীরা বস্তির জায়গা দখল করে কারখানা নির্মাণ করতে চাইলে বাধা দেয় বিজলী ও কালা গুণ্ডা। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য, কমিশনার ও মন্ত্রীদের রোষাণলে পড়ে বিজলীর দল।
হঠাৎ বিজলী একটা অতি সাধারণ ছেলের প্রেমে পড়ে যায়। এই নিয়ে বিজলীর দলের নান্টুর মধ্যে মান-অভিমান থেকে অবিশ্বাস এর জন্ম নেয়। অন্যদিকে নুইন্নার দলের লোকেরা লিডারের পরামর্শে নিজেদের দলের অন্যতম সদস্যকে খুন করে। যার কারণে বিজলীদের সবাইকে এলাকা ছেড়ে পালাতে হয়। এই রকম নানা টানাপোড়ন আর প্রেমের একটা লম্বা ধারাবাহিক বিজলী।
আরও অভিনয় করেছেন রওনক হাসান, আরফান নিশো, জ্যোতিকা জ্যোতি, সাব্বির আহম্মেদ, সুষমা সরকার, সোহেল খান, আরমান পারভেজ মুরাদ, মোশারফ হোসেন আবুল, উজ্জ্বল মাহমুদ প্রমুখ।
ধারাবাহিকটি আরটিভিতে ৮ সেপ্টেম্বর থেকে প্রতি সোম থেকে বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে।