স্টাফ রিপোর্টার ॥ কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে ভারতের আইসিআইসিআই ব্যাংকের এটিএম বুথ থেকে। গ্রাহক তার একাউন্ট থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভারতের যেকোনো স্থানে টাকাও ট্রান্সফার করতে পারবেন। আর এটি করা যাবে ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করার মাধ্যমে।
টাকা গ্রহণকারীর(রেমিট্যান্স প্রাপক) যদি একাউন্ট না থাকে তাতেও সমস্যা নেই। তিনি ব্যাংকটির প্রায় ১০ হাজার এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দেশে ইলেক্ট্রনিক পেমেন্ট হার খুব দ্রুতগতিতে বাড়ছে। কার্ডছাড়া নগদ উত্তোলন এটি আরও বড় সুবিধা। যা গ্রাহকদের দেওয়া হচ্ছে।
বর্তমানে ইলেক্ট্রনিক রেমিট্যান্স গ্রহণের এ সুযোগ কেবলমাত্র একাউন্টধারীদের জন্য। এটি প্রাথমিকভাবে ব্যাংকের সঞ্চয়ী হিসাবধারীরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ সুবিধা পাবেন।
প্রথমেই গ্রাহককে প্রাপকের(রেমিট্যান্স গ্রহণকারী) নাম, মোবাইল নম্বর ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। এরপর প্রাপক ৪ নম্বরের একটি ভেরিভিকেশন কোড পাবেন, একইসময় প্রাপক ৬ নম্বরের একটি কোড পাবেনর এসএমএসর মাধ্যমে। প্রাপক বুথে গিয়ে মোবাইল নম্বর, কোডসহ এমাউন্ট লিখে টাকা উত্তোলন করতে পারবেন। আর এটি করা যাবে ট্রানজেকশনের ২ দিনের মধ্যে।
এই সেবা একাউন্টধারী নিজের একাউন্ট থেকেও ডেবিট কার্ড ব্যবহার না করেও করতে পারবেন।
উল্লেখ্য, আইসিআইসিআই ভারতের বেসরকারিখাতের অন্যতম বড় একটি ব্যাংক। ৩১ মার্চ ২০১৪ ইং তারিখে ব্যাংকটির সম্পদ মূল্য ৯৯ বিলিয়ন ইউএস ডলার। একইসময়ে ব্যাংকটির ট্যাক্স পরবর্তী মুনাফা করেছে ১,৬৩৭ মিলিয়ন ইউএস ডলার।