বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এশিয়াডে সোনাজয়ী ভারতীয় অ্যাথলেট পিংকি প্রামাণিককে ধর্ষণ, হুমকি ও প্রতারণার অভিযোগগুলো থেকে মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট । তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি নারীবেশী পুরুষ। এই বেশ নিয়ে তিনি অন্য নারীদের শয্যাসঙ্গী করে ধর্ষণ করতেন।
এ অভিযোগে তাকে আটক করে পুলিশ। টানা ২৫ দিন পুলিশি হেফাজতে রেখে শেষ পর্যন্ত তার নারীত্বের পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় বলা হয়, পিংকি পুরুষ, নারী নন। এতে নাটকীয়তা আরো রহস্যাবৃত্ত হয়।
এরপর পিংকি দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। ২০১৩ সালে উচ্চ আদালতে আপিল করেন তিনি। বেশ কয়েকবার পরীক্ষার পরেও বোঝা যায়নি তিনি পুরুষ না নারী। শেষমেশ ক্রোমোজোম পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পিংকি নারী নন পুরুষ। তবে তার পক্ষে যৌন সঙ্গম করা সম্ভব নয়।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেন এবং চার্জশিট বাতিল ঘোষণা করেন। এতে করে কলঙ্কের কালিমা ধুয়েমুছে উঠেছেন পিংকি।
পিংকির বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন, হয়রানিসহ পাঁচটি মামলা হয়। সব মামলা থেকেই মুক্তি পেয়েছেন তিনি। এখন আবার স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হলো পিংকির জন্য।