বিনোদন ডেস্ক ॥ অভিনয়শিল্পী হিসেবে অপি করিমের পরিচিতি সর্বাধিক। মাঝে মধ্যে উপস্থাপনায় দেখা গেছে তাকে। তবে বেশ কিছুদিন ধরেই এর বিরতি চলছিল। সেই নিরবতা ভেঙে আবার তিনি ফিরছেন উপস্থানায়।
ঈদের বিশেষ আয়োজনে ‘প্রাণের শিল্পী’ নামের অনুষ্ঠানে তাকে দেখা যাবে এই ভূমিকায়। গান ও আলাপনের এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সংগীতশিল্পী মমতাজ।
জানা গেছে, অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্প্রতি শেষ হয়েছে। এতে মমতাজ ব্যক্তিজীবন, শিল্পী হওয়ার গল্প, কাজ ও ভবিষ্যত পরিকল্পনা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করবেন।
‘প্রাণের শিল্পী’ অনুষ্ঠানটি তারেক আখন্দের প্রযোজনায় কোরবানি ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।
অপি করিম গত বছর রোজার ঈদে একই চ্যানেলে ‘সোনালি প্রান্তরে’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলেন। এতে অতিথি হিসেবে ছিলেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।