স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘নারীদেরকে সর্বপ্রথম তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। আর নারীর অর্থনৈতিক মুক্তি অর্জিত হলে নারী নির্যাতন বন্ধ হবে।’
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ্যাকশনএইড সম্পাদিত নারীদের অমূল্যায়িত কাজের ওপর সম্পাদিত এক গবেষণার ফলপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যে নারী ও পুরুষকে সমান তালে এগিয়ে যেতে হবে। নারীরা সংসারে যে কাজ করে পুরুষদেরকে সেসব কাজের স্বীকৃতি দিতে হবে এবং নারীকে মূল্যায়ন করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার, এ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নিকোল মালপাস বক্তব্য রাখেন।