স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের মির্জাপুরের ক্যাডেট কলেজ এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত এ যানজট দীর্ঘ হয়েছে।
গতকাল বুধবার রাত তিনটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা শুভুল্যাতে ঢাকাগামী হলুদ ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে আটকে গেলে এ যানজটের সূত্রপাত হয়। এর এক ঘণ্টা পর মহাসড়কের জামুর্কী নামক স্থানে ঢাকাগামী তামাকভর্তি অপর আরও একটি ট্রাক উল্টে গেলে যানজট তীব্র আকার ধারণ করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায়ও মহাসড়কে শতশত যানবাহন যানজটে আটকা পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার ট্রাফিক পুলিশের টিআই সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর মির্জাপুর থানার রেকার নিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। টাঙ্গাইল থেকে বড় রেকার আনা হচ্ছে। তবে বেলা ১০টার মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।