বিনোদন ডেস্ক ॥ দেশীয় টেলিভিশন মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নাটোরের উত্তরা গণভবনে। এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর।
শেকড় সন্ধানী ইত্যাদি’তে বরাবরের মতো এবারও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এর মধ্যে একটি একজন হতদরিদ্র শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের ওপর অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে কোরিয়া প্রবাসী বাংলাদেশী শ্রমিক মাহবুব আলমের ওপর একটি বিশেষ প্রতিবেদন। যিনি নিজের নিষ্ঠা, চেষ্টা ও অধ্যবসায়ের ফলে খ্যাতিমান হয়েছেন কোরিয়ায়। এ ছাড়া মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মতোই যিনি দৈনন্দিন কাজগুলো করে থাকেন খুব সহজেই। নিজেকে তিনি কখনোই প্রতিবন্ধী মনে করেন না।
এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। গেয়েছেন নাটোরেরই খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীন। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ ও দর্শক পর্ব। মঞ্চে নাটোর জেলার ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে করা হয় একটি নাট্যাংশ। এতে অভিনয় করেছেন নাটোরেরই তিনজন শিল্পী আবদুল আজিজ, সুভাশিষ ভৌমিক ও রনি। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন।
অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।