বিনোদন ডেস্ক ॥ ঢাকার সিনেমার নতুন মুখ প্রসূন আজাদ আসছে তার ‘অচেনা হৃদয়’ নিয়ে। তার বিপরীতে নায়ক হিসেবে থাকছে আরেক নবাগত এবিএম সুমন। ‘অচেনা হৃদয়’ মুক্তি পাচ্ছে ১৮ই অক্টোবর।
সিনেমাতে সুমন রুদ্র এবং প্রসূন রূপা চরিত্রে অভিনয় করছেন। ইমন অভিনয় করছেন আসিফ চরিত্রে।
এছাড়াও এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন শফিকুল ইসলাম খান মিঠু। রোমান্টিক-অ্যাকশন ধারার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন মিঠু।
প্রসূন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’ ২৬শে সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। এছাড়াও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মাসুদ আখন্দ পরিচালিত ‘স্বপ্নপোকা’ সিনেমাতে।