বাংলাভূমি২৪ ডেস্ক॥ কলেজছাত্রী প্রেমিকাকে ডেকে এনে ধর্ষণ করেছে তারই প্রেমিক। প্রেমিক এখন পুলিশি জালে। ঘটনাটি ঘটেছে বরগুনায়।
ধর্ষিতা বরগুনা সরকারি মহিলা কলেজের ছাত্রী। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় সদরের মনসাতলী গ্রামে এ ঘটনার পর রাতেই পাঁচজনকে আসামি করে মামলা করে মেয়ে নিজেই। রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বরগুনা থানার ওসি শামসুল হক জানান, মামলা করার পর আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে জিহাদ, লাকুরতলা গ্রামের খলিলুর রহমান ও ঘটবাড়িয়া গ্রামের দিপঙ্করকে গ্রেপ্তার করা হয়। পলাতক রয়েছে লাকুরতলা গ্রামের সনদ রায় ও মনোতোষ।
ওসি জানান, মাসখানেক আগে জিহাদের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সন্ধ্যার মনসাতলী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জিহাদ মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় অন্য আসামিরা তাকে সহযোগিতা করছিল।
আসামিরা ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেন এবং কানের রিং ছিনিয়ে নিয়ে গেছে বলে মামলায় অভিযোগ করে ওই ছাত্রী। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান ওসি। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।