বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামালপুর যাওয়ার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীরা সংবর্ধনা দিয়েছে। একশ গজের মধ্যে খালেদাকে এই পৃথক দু’টি সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে জামালপুর যাওয়ার সময় চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
বিকেল থেকেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের সমর্থনে রাস্তার পাশে একটি মাইক লাগিয়ে ভাসমান মঞ্চ সংবর্ধনার কাজ শুরু করে।
আর প্রায় একই সময় একশ গজ দূরে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আলাহাজ হাসান উদ্দিন সরকারের সমর্থনে বিএনপির অপর গ্রুপ পৃথক সংবর্ধনা দেয়।
মেয়র সমর্থিক মঞ্চে মেয়র নিজে উপস্থিত ছিলেন। আর অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী, উপদেষ্টা ড. সহিদ উজ্জামান, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি আশরাফ হোসেন টুলু, সাইফুল ইসলাম টুটুল, হযরত আলী প্রমুখ।
আর হাসান সরকার সমর্থিত মঞ্চে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম মণ্ডল, গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুস সালাম শামীম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ও মাহমুদুল হাসান সজীব প্রমুখ।
এদিকে বিএনপির দুই গ্রুপ পাশাপাশি মঞ্চ করায় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পুলিশ সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয়। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর সৃষ্টি হয়নি।