বিনোদন ডেস্ক ॥ ইশানা-এ সময়ের অন্যতম জবপ্রিয় মডেল এবং অভিনেত্রী। টিভি বিজ্ঞাপন বা নাটকে প্রায়ই দেখা যায় তার সপ্রতিভ উপস্থিতি।
কিন্তু সময়ের এই আলোচিত লাক্স তারকাকে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো চলচ্চিত্রে। কেন ? এমন প্রশ্নের জবাবে ইশানা বললেন,’চলচ্চিত্রে কাজ করতে আমি আগ্রহী। কিন্তু সমস্যা হলো আমি চলচ্চিত্রের কাজের ব্যাপারে একটু খুতখুতে। ভালো গল্প না পেলে কাজ করার ইচ্ছা নেই। তাই চলচ্চিত্র নিয়ে আপাতত ভাবছি না। সম্প্রতি কলকাতায় বাংলা চলচ্চিত্রে কাজের অফার পেয়েছি। এখনও কোনো কিছু ঠিক করিনি। পরিবার থেকেও চলচ্চিত্রে কাজের মত নেই। তাই ভাবছি কী করব। বলা চলে একটু দোটানার মধ্যেই আছি ব্যাপারটি নিয়ে।’ কথা প্রসঙ্গে ইশানা জানালেন এখন তিনি ব্যস্ত রয়েছেন বেশকিছু নাটকের কাজ নিয়ে।