আমানতের সুদ হার কমেছে রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংকের

স্টাফ রিপোর্টার ॥ সরকারি মালিকানাধীন ৪ বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী আমানতের সুদ হার কমেছে। কস্ট অব ফান্ড কমিয়ে আনার জন্যই সুদহার কমানো হয়েছে বলে জানা গেছে। নতুন সুদ হার এরইমধ্যে কার্যকর হয়েছে।

রুপালী, সোনালী ও রুপালী ব্যাংকে নতুন নির্ধারিত সুদ হার অনুযায়ী ৩ মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদের আমানতের সুদ হার ৭ দশমিক ৫০ শতাংশ করেছে রুপালী ব্যাংক। যা আগে ছিল ৮ শতাংশ।

একইভাবে ৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম মেয়াদী আমানতের নতুন নির্ধারিত সুদ হার ৮ শতাংশ, যা আগে ছিলো ৮ দশমিক ৫০ শতাংশ।

আর এক বছর বা তার বেশি মেয়াদী আমানতে নতুন করে ৮ দশমিক ৫০ শতাংশ সুদ হার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ৯ শতাংশ।

অগ্রণী, সোনালী ও রুপালী ব্যাংক একই হারে সুদ হার নির্ধারণ করেছে।

অন্যদিকে জনতা ব্যাংক ৩ মাসের বেশি ৬ মাসের কম মেয়াদী আমানতের সুদ হারে পরিবর্তন করেনি। ৬মাসের বেশি এক বছরের কম মেয়াদী আমানতের সুদ দশমিক ২৫ শতাংশ সুদ হার কমিয়ে ৮ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে।

এক বছরের বেশি মেয়াদী আমানতের সুদ ৯ শতাংশ থেকে কমানো হয়েছে দশমিক ৫০শতাংশ।

দেশে থাকা ৫৬টি ব্যাংকের বর্তমানে ৯ হাজারের বেশি শাখা রয়েছে। এরমধ্যে এই ৪টি ব্যাংকের শাখা ৩ হাজারেরও বেশি।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫