বিনোদন ডেস্ক ॥ হোলির রংয়ে আজ আকাশ বাতাস হয়ে উঠছে রঙিন। লালা, নীল, হলুদ সাতরঙা রামধনু রঙে মাতোয়ারা আম-আদমি থেকে সেলেব। তবে গতবছরই প্রথমবার হোলির আনন্দে সামিল হয়েছিলেন সানি লিওন।আর তাই এবারও নিজেকে হোলির রংয়ে রাঙিয়ে নেওয়ার সুযোগ হারাতে চান না লিওনি। ফির বছরের মতো এবছরও ‘তঙঙগ ঞঠ’ আয়োজিত হোলি উৎসবে রং খেলতে আসছেন ‘বেবিডল’।
আগের বছর ‘বেবিডল মে সোনে দি’ গানে পারমর্ফ করে হোলির রংয়ে সানি এনে দিয়েছিলেন অন্য আমেজ। আর শোনা যাচ্ছে, এবছর লীলার মোহে চড়বে দ্বিগুন হোলির নেশা। লিওনির আপকামিং ছবি ‘এক পেহেলি লীলা’য় তাঁর নতুন অবতারে হোলি খেলতে আসছেন তিনি। তবে এবার ঐশ্বর্যের ঘুঙুর পায়ে বেঁধে নাচবেন তিনি। তাঁর নতুন ছবিতে ‘হাম দিল দে চুলে সানম’ এর ‘ডোলি তারও ডোল বাজে’ এই গানটি রিমেক করা রয়েছে। আর এই গানেই হোলির রঙে রঙ লাগাবেন সানি লিওনি।