বিনোদন ডেস্ক ॥ সানি লিওন আর মমতার মধ্যে মিলটা কোথায়? বলা হচ্ছে নব্বইয়ের দশকের বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির কথা।
মিলটা হলো, দুজনই মূলত আলোচিত খ্ল্লুামখুল্লা পোশাক অথবা যতটা সম্ভব পোশাক ছাড়াই পর্দায় উত্তাপ ছড়ানোর জন্য।
কালের গহ্বরে রুপালি জগত থেকে পুরোপুরি হারিয়ে যাওয়া এই মমতাই সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন আবার। কেনিয়া থেকে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি৷
অভিনব এই জীবনের কাহিনীই বায়োপিক হয়ে আসতে যাচ্ছে পরিচালক জয়েশ শেঠের হাত ধরে। আর তাতে মমতার চরিত্রের জন্য জয়েশের অবিকল্প পছন্দ সানি লিওন।
জয়েশের সঙ্গেও কিন্তু মমতা কুলকার্নির সংযোগটা পুরনো। ক্যারিয়ারের গোড়ার দিকে একটি ম্যাগাজিনের জন্য টপলেস ফটোশ্যুট করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন মমতা। আর সেই ছবিগুলো তুলেছিলেন জয়েশই।
মমতার সঙ্গে সানিরই মুখের আদলে মিল বলে মনে করেন জয়েশ। তাই তার সানিকেই চাই। যদিও সানির সঙ্গে এখনও পাকা কথা হয়নি তার।
ওদিকে, এর আগেও ১৯৯৭ সালে প্রেমিক আন্তর্জাতিক ড্রাগ কিডন্যাপার ভিকি গোস্বামীর সঙ্গে গ্রেফতার হন মমতা। দুবাইতে ৬ হাজার মার্কিন ডলার মূল্যের ১১.৫ টন ড্রাগ পাচার করছিলেন তারা। ফের একই অপরাধে কেনিয়া থেকে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তারা।