স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই দুই ওপেনার ও পরে লাহিরু থিরিমান্নেকে হারিয়ে বেশ চাপে রয়েছে শ্রীলঙ্কা।
ধীর গতির ব্যাটিং করে এখন পর্যন্ত ২০ ওভারে ৩ উকেটে ৭২ রান তুলেছে তারা।
ক্রিজে রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৪) ও মাহেলা (৩)।
এর আগে কাইল অ্যাবটের করা ম্যাচের দ্বিতীয় ওভারে উইকেটকিপার ডি ককের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানে বিদায় নেন কুশল পেরেরা। তারপর ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বলে ডেল স্টেইনের শিকারে পরিণত হন অপর ওপেনিং ব্যাটসম্যান তিলকরতেœ দিলশান (০) ও লাহিরু থিরিমান্নে (৪১)।
অস্ট্রেলিয়ার সিডনির ক্রিকেট গ্রাউন্ডে বুধবার সকালে টসে জিতে ব্যাটিং নেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
ম্যাচটিতে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডেতে অভিষেক ঘটতে যাচ্ছে স্পিনার থারিন্দু কুশলের। বিশ্বকাপ ক্রিকেটের নকআউট পর্বে খেলোয়াড় অভিষেকের ঘটনা এর আগে বিশ্ববাসী দেখেছিল একবারই। ১৯৭৯ সালে সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ঘটেছিল লারকিনসের।