স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: হ্যাপি ট্র্যাজেডি শেষ করতেই কি না ফের মাঠের বাইরে আলোচনায় আসলেন পেসার রুবেল হোসেন। বিশ্বকাপ থেকে ফিরেই নাকি তিনি বিয়ে করছেন। তবে ঘটনা কতটুকু সত্যি, সেটা রুবেলের দেশে না ফেরা পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়। সবচেয়ে অবাক করা ব্যপারটি হলো, রুবেলের বিয়ের খবর নাকি ফাঁস করেছেন স্বয়ং চলচিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি নিজেই!
হ্যাপির বরাত দিয়ে জানা গেছে, গ্রামের বাড়ি খুলনা জেলার বাঘেরহাটেই বিয়ে করছেন রুবেল। এমনকি রুবেলের বিয়ের শপিং নাকি শেষ হয়ে গিয়েছে। চলছে বিয়ের কার্ড বিলি। হ্যাপি আরো জানান, সবকিছু জেনেশুনেই এই বিয়েতে রাজি হয়েছেন ওই মেয়ে। তবে এখন পর্যন্ত তার নাম প্রকাশ করেননি তিনি।
এর আগে বিয়ে না করতে চাওয়ার অভিযোগে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন হ্যাপি। এ কারণে বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়েও দেখা দেয় শঙ্কা। এমনকি বিশ্বকাপের আগে হাজত পর্যন্ত খাটতে হয় রুবেলকে।