বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : পোশাকশিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে সহায়তা দিতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সম্মতিপত্র সই হয়েছে।
হোটেল ওয়েস্টিনে বৃহস্পতিবার বেলা ১১টায় পোশাকশিল্পে কর্মপরিবেশ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উভয় দেশের শ্রম মন্ত্রণালয়ের সচিব এই সম্মতিপত্রে সই করেন। এ সময় বাংলাদেশ সফররত ডেনমার্কের বাণিজ্য ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী মগেন্স জেনসেন ও তার সফরসঙ্গী হিসেবে সে দেশের শ্রম মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বাংলাদেশের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বাংলাদেশের পোশাকশিল্পে কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় সহায়তা দিতে একটি প্রকল্প বাস্তবায়ন করতে চায় ডেনমার্ক। এই সহযোগিতা কীভাবে আরো বাড়ানো যায়, সে বিষয়েও সেমিনারে আলোচনা হয়। এ সময় ডেনমার্কের মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
ডেনমার্কের মন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া ঢাকার বাইরে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন তিনি। শুক্রবার সকালে ঢাকা ছাড়বেন ডেনমার্কের মন্ত্রী মগেন্স জেনসেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক