বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রিয়াদের বিজয় দিবস উদযাপন করেছেন জাতীয় পার্টি। রিয়াদস্থ একটি কপি সপে আয়োজিত বিজয় দিবসের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান কাজল। আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক আবুল কাসেম, শামীম আহমেদ, এম এ মতিন, মোহাম্মদ ইব্রাহীম, হুমায়ুন কবির প্রমূখ।
মোহাম্মদ নুর ও নাজমুল আহমেদের যৌথ সঞ্চালনায় আলোচকরা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসন আমলে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছিল, তার ওপরই বাংলাদেশ দাঁড়িয়ে । তারা পল্লীবন্ধুর হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এসময় মুক্তিযোদ্ধে আত্মোৎসর্গকারীদের স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় ।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত হয় । সামছুল হক পাটোওয়ারিকে আহবায়ক এবং হুমায়ুন কবিরকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয় ।