আন্তর্জাতিক ডেস্ক ॥
চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণের দাজিং জেলার এক গ্রামে একটি ঘরে আগুন লেগে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৮ জন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় সময় রোববার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে জেলার জিনজিয়ান গ্রামের একটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাঁচাতে পারেনি অনেকগুলো প্রাণ।
এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার।