শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠা দিবস উৎযাপিত

হাবিবুর রহমান ॥

গাজীপুর : নানা আয়োজন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উদযাপন করলো তার ১৯তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া জাতীয় পতাকা ও ট্রেজারার প্রফেসর ড. তোফায়েল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে বিশ^বিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দ শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়। বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ^বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে সংশ্লিষ্ট সকলকে বিশ^বিদ্যালয়ের উন্নয়নে এবং শ্রেষ্ঠ কৃষি বিশ^বিদ্যালয় গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭ মার্চের পটভূমি ও বিশ^বিদ্যালয় গড়ার ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াবিশ^বিদ্যালয়কে আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় অধিক মনোযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। আলোচনা সভার মূখ্য আলোচক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ বলেন, প্রতিযোগিতামূলক বিশে^ টিকে থাকতে হলে যুগোপযোগী শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে হবে। তিনি এ বিশ^বিদ্যালয়কে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, এ বিশবিদ্যালয় এজন্যেই সেন্টার অব এক্সিলেন্স যে এখানে শিক্ষা কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়। তিনি বিশ^বিদ্যালয়ের উন্নয়নে সকলের অবদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমানও পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ রুহুল আমিন।
বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যায়বিশ^বিদ্যালয় অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫