স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ আ.লীগ থেকে ইকবাল হোসেন সবুজকে নৌকা প্রতীকে নমিনেশন দেওয়ায় রাজাবাড়ীতে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল বিকেলে রাজাবাড়ী ইউনিয়নে গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে হালিম আকন্দের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন গাজীপুর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান। তিনি ইকবাল হোসেন সবুজের সু-স্বাস্থ্য কামনা করেন ও নৌকা প্রতীকের বিজয় কামনা করে সকলের কাছে ভোট আহবান করেন। উক্ত মিলাদ মাহফিলে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি এসএম আকবর আলী চৌধুরি, সুলতান উদ্দিন, আবু সায়িদ কামাল, ইউসুফ আলী শেখ, বাবর আলী, সোহেল ভাওয়ালী, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম সহ রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মিলাদে স্থানীয় মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন।