স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: রাজেন্দ্রপুর সেনানিবাসে আজ সোমবার ছিল পাসিং আউটের অনুষ্ঠান। ছেলে রবিউল প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীর সদস্য হিসেবে যাত্রা শুরুর অনুষ্ঠানে (পাসিং আউট) যোগ দিতে রাজেন্দ্রপুর সেনানিবাসে আসছিলেন সিরাজগঞ্জের তারাশ উপজেলা থেকে বাবা নাজিম উদ্দিন। ছেলেকে সেনাপোশাকে দেখতে একা নয়, সাথে নিয়ে এসেছিলেন রবিউলের মামা আব্দুস সামাদ ও চাচাতো ভাই রাতুলকে। রাতভর দীর্ঘ পথ অতিক্রম করে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরে নেমে উঠেছিলেন লেগুনায়। আর ছিল মাত্র কয়েক মিনিটের পথ, এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। সেনাপোশাকে ছেলের মুখ দেখা অধরাই থেকে গেল বাবা নাজিম উদ্দিনের। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সদর থানার ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় শ্রমিক বাহী একটি বাসের সাথে লেগুনার সংঘর্ষে ৩জনসহ ৫জন নিহত হয়।
নিহতদের মধ্যে একই পরিবারের স্বজন সিরাজগঞ্জের তারাশ উপজেলার গুলটাবাজার এলাকার নাজিমউদ্দিন (৬০), একই এলাকার আব্দুস সামাদ (৫৫) ও রাতুল (১৮)। এছাড়াও নিহত হয়েছেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লক্ষিপুর এলাকার (অব:) সার্জেন্ট মিজানুর রহমান ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগীর বাগদি গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাজেদ (৩৮) তাঁরা প্রত্যেকেই লেগুনার যাত্রী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন ৫জন। আহতরা রাজধানী ঢাকার হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক শহিদুল হক জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় একটি শ্রমিক বহনকারী গাড়ীর সাথে লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী নিহত হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২জন নিহত হয়।