স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সিটি কর্পোরেশনের হাজীবাগ এলাকায় গত শুক্রবার রাতে চাকুর আঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত আবু বকর সিদ্দিক ওরফে বাবু (২২), স্থানীয় সামসুল হকের ছেলে। তিনি স্থানীয় স্বাস্থ্য সেবা হাসপাতালের রিসিভসনিষ্ট পদে চাকুরি করতেন।
প্রতিবেশি রানা জানান, স্থানীয় সফিকুল ইসলাম কাইলা ওরফে কালুর সঙ্গে পারভেজ মাদক ব্যবসায় করতেন। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে বাবু ও পারভেজসহ কয়েক বন্ধু প্রতিবেশী নুরা মাদবরের বাড়ির ভাড়াটে রবিউলের ছেলের বিয়েতে যোগ দেয়। সেখানে গিয়ে তারা মাদক গ্রহণ করেন। রাত সাড়ে ৭টার দিকে কালু বাবুকে দিয়ে পারভেজকে ডেকে পাঠায়। বাবু পারভেজকে ধরে নিতে গেলে বিয়ে বাড়ির পাশে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজ চাকু দিয়ে বাবুকে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে বাবু মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই মো: মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাবু ও পারভেজসহ কয়েকজন ওই বিয়ে বাড়িতে যান। সেখানে তারা মাদক সেবন করে। এক পর্যায়ে পারভেজ তার সহযোগী কাঞ্চন বাবুকে ধরে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।