স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিস সহায়ক কর্মচারী ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত গাজীপুর শহরের ছোট দেওড়া এলাকার মো. আলী হোসেনের পুত্র আমিনুল হক আমিন (৩৬)।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া মামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে গত শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গত দেড় বছর যাবত তেলিহাটি ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে আমিন কর্মরত ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আমিনুল চাকুরিতে যোগ দেওয়ার পর থেকে ভূমি মালিকদের থেকে আদায় করা ভূমি-উন্নয়ন করের টাকা সোনালী ব্যাংক শ্রীপুর শাখায় জমা করতেন। গত ১২ নভেম্বর অডিট কর্মকর্তা মো. আনিসুর রহমান জানতে পারেন, আদায় করা ভূমিকরের মধ্যে ২৬ লাখ ১৫ হাজার ৫১৫ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়নি। উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ এ বিষয়ে বলেন, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জহুরাকে তদন্ত কমিটি করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রির্পোটে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।