স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, আসনে প্রতিদ্বন্দ্বি ৭ জন প্রার্থী থাকলেও কাপাসিয়ার আলোচিত দুই ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য বড় দুই দলের প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীকের মাঝেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আওয়ামীলীগ ও বিএনপি দুই দলের প্রার্থীর ভরসাই হলো তাদের প্রয়াত পিতা। আর মাঠের প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি। কিন্ত হামলা-মামলায় জর্জরিত হয়ে কৌশলে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি দলীয় প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান। ইতিমধ্যে সাধারণ ভোটাররা তাদের হিসাব কষতে শুরু করেছেন। ভোটের মাঠে মূলত নৌকা-ধানের শীষ লড়াই হলেও নিরব বিপ্লব ঘটে যেতে পারে। বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জেল-জুলুম, হুলিয়া ও থানা পুলিশের অব্যাহত চাপের মূখে তারা বাড়ি ছাড়া। ইতিমধ্যে বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় ৫’শ নেতা-কর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে। এতো কিছুর পরও বিএনপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান মাঠ চষে বেড়াচ্ছেন। সব কিছু ঠিক থাকলে বিগত নির্বাচনের মত সাধারণ ভোটাররা নিরবে ধানের শীষ মার্কায় সমর্থন জানালেও আশ্চর্য্য হবার কিছু থাকবে না। তবে কাপাসিয়া বাসি অধীর আগ্রহে শেষ হাসি দেখার অপেক্ষায় রয়েছে।
সারা দেশের মতো গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনেও নির্বাচনের পালে হাওয়া লেগেছে। নির্বাচনের দিনক্ষন নির্ধারিত থাকায় সময় গুনে সকল দলের নেতা-কর্মীরা মাঠে ঝাপিয়ে পড়েছে। সময় যতই ঘনিয়ে আসছে ততই নেতা-কর্মীরাও উজ্জীবিত হচ্ছে। আওয়ামীলীগের দুইবারের এমপি প্রবীণ প্রার্থী বঙ্গতাজ সিমিন হোসেন রিমি আর বিএনপির নবীন প্রার্থী হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান। উভয়েই পরিবারের দীর্ঘদিনের নির্বাচনী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিজয়ের পথে হাটছেন বলে তাদের প্রত্যাশা।
সিমিন হোসেন রিমি বলেন, ‘আমার পিতা তাজউদ্দীন আহমদ দেশ-জাতির জন্য জীবন দিয়ে গেছেন। আমার বিশ^াস বিগত দিনের মত কাপাসিয়াবাসি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণ আবার আমাকে নির্বাচিত করলে মাদকমুক্ত সমাজ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখব’। কাপাসিয়াকে সবুজ অর্থনীতি গড়তে চান সিমিন হোসেন রিমি। কৃষিজাত পণ্য উৎপাদন ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরীতে আরো মনোযোগ দিতে চান। গ্রামকে শহরে পরিণত করবো।
অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য (প্রয়াত) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহর মৃত্যু’র পর তার উত্তরসূরি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে। স্থানীয় নবীন ও প্রবীন নেতাকর্মীরা হামলা মামলায় জর্জরিত হয়ে প্রতিকুল পরিবেশেও দলীয় কর্মকান্ডে একাট্টা। হান্নান শাহ্’র মৃত্যুর পর তার পুত্র শাহ্ রিয়াজুল হান্নান হাল ধরেছে। নেতা-কর্মীরা মনে করে রিয়াজ তার পিতা হান্নান শাহ্’র প্রতিচ্ছবি। প্রতিকুল পরিস্থিতিতেও ২০০৮ সালের পর কাপাসিয়ার সব ইউনিয়নের তৃণমূল নেতারা দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।