সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কুমিল্লার মুরাদনগর থেকে অপহৃত শিশু মোঃ আল আব্দুল্লাহ (৭) নামে এক শিশুকে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই অপহরণকারী সাঈদ সুলতান (১৯) ও মোঃ রিয়াজ আহম্মেদ (১৮) কে গ্রেফতার করা হয়।
শনিবার র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ ডিসেম্বর ভিকটিম মোঃ আল-আব্দুল্লাহ (৭) তার নিজ গ্রাম কুমিল্লা জেলার মুরাদনগর হতে অপহৃত আব্দুল্লাহর পিতা মোঃ বাবুল মিয়া অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ২০ ডিসেম্বর মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর সাইন বোর্ড এলাকার একটি বাসা হতে উক্ত আসামীদেরকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করে।
র্যাব আরও জানায়, অপহরণকারীরা ভিকটিমকে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় নিয়ে আসার পর বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করছে। কাউকে কিছু না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখায়। গত শুক্রবার আসামিরা মোবাইল ফোনে ভিকটিমের পিতা মোঃ বাবুল মিয়ার কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে।
পরে র্যাব উক্ত স্থানে অভিযান চালিয়ে অপহরণকারী কুমিল্লার মুরাদনগর থানার মোর্শেদ আলমের ছেলে সাঈদ সুলতান ও একই থানার নগরপাড় গ্রামের মোঃ কামাল পাশার ছেলে মোঃ রিয়াজ আহম্মেদকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।