ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এন এ জেডসহ দুটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। এ সময় ১০ জন শ্রমিক আহত হয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে এন এ জেড সহ দুটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদানের পর বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার সামনে রক্ষিত মোটরসাইকেল, কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও লেগুনা ভাংচুর করে। পরে স্থানীয় শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের শিল্প পুলিশ কাজে ফিরে যেতে আহ্বান জানালেও তারা রাজি হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় ও ১০ জন পোশাক শ্রমিক আহত হয়।