বাংলাভূমি ডেস্ক ॥
নির্বাচন কমিশনার (ইসি) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আগামীকাল সকাল ৮টায় প্রচার শেষ হবে। সংসদ নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, আগামীকাল সকাল ৮টায় প্রচার শেষ হবে। সংসদ নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এ মুহূর্ত পর্যন্ত যতটা প্রস্তুতি দরকার, সেটি আমরা সম্পন্ন করতে পেরেছি।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনী সামগ্রীসহ ব্যালট পেপার অনেক আসনে পৌঁছে গেছে। বাকি এলাকাগুলোতে ব্যালট পেপার যেতে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়ে গেছে।
যেসব আসনে ইভিএম ব্যবহার হবে, সেখানে ইভিএম মেশিন পৌঁছে গেছে। এখন ভোটারদের প্রশিক্ষিত করতে সেখানে মক ভোটিং চলছে, বলেন তিনি।
এ ছাড়া জরুরি প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।