স্টাফ রিপোর্টার ॥
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ১৮ জন মাঝিমাল্লারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা বুড়িরচর ইউনিয়নের ধানারদোল ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. নুরুর পুত্র নিহত মাইন উদ্দিন (৩৭) ।
জানা যায়, মাছ ধরতে গভীর সমুদ্রে যায় ১৯ জন জেলে ট্রলারটি নিয়ে। পরে বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়া থাকায় ট্রলারটি ঘাটে ফিরে আসার পথে ডুবে গেলে ট্রলারের ইঞ্জিন রুমে আটকা পড়ে এক জেলের মৃত্যু হয়।
গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার মধ্যেও জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বেশ কিছু ট্রলারডুবির ঘটনা ঘটলেও সবাই উদ্ধার হয়েছেন।