রাজশাহী ব্যুরো:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ শরীফ আলী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী গ্রামে।বুধবার ( ৩০ এপ্রিল) দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে শরীফ একটি সিএনজি অটোরিকশায় চড়ে দুর্গাপুর হয়ে নাটোরের নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন অস্ত্র নিয়ে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ খবর পেয়ে পালি বাজারে অটোরিকশাটিকে থামার জন্য সংকেত দেয়। এ সময় শরীফ পালানোর চেষ্টা করে ধরা পড়েন। পরে তাকে তল্লাশী করা হলে তার কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এ ব্যাপারে শরীফ আলীরর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।