খাগড়াছড়ি থেকে,মোঃ সালাউদ্দিন:-
খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড, গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সিন্দুকছড়ি জোন।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অনুষ্ঠিত হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।
বুধবার (৭ মে ) শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পটির আয়োজন করে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন। মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।
ক্যাম্পে মোট ৪২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়, যার মধ্যে ২৯০ জন পাহাড়ি (ক্ষুদ্র-নিগোষ্ঠি) এবং ১৩০ জন বাঙালি। রোগীদের মধ্যে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রাপ্তরা সেনাবাহিনীর এ উদ্যোগকে ‘ব্যতিক্রমী মানবিকতা’ বলে উল্লেখ করেন এবং জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীদের মতামত, সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম শুধু চিকিৎসাসেবা নয়, বরং পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শান্তি বজায় রাখার পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ সেনাবাহিনীর এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।