নিজস্ব প্রতিবেদক
প্রথম বাংলাদেশি হিসেবে পর্যটন ও হস্পিটালিটি সেক্টরের পরিচিত মুখ জহিরুল ইসলাম (ডাল্টন জহির) আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটির পর্তুগালের সভাপতি এবং ইউরোপের প্রধান নির্বাচিত (২০২৫-২০২৮) হয়েছেন। ভিলমা ডি. সি. মেন্ডোজা, মার্ট এভার্সের সিইও, দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা। তিনি চিঠিতে স্বাক্ষর করেন এবং ডাল্টন জহিরকে আন্তর্জাতিক কমিটির এই পদে নিযুক্ত করেন। মিস ভিলমা মনে করেন যে, ডাল্টন আন্তর্জাতিক ইকোট্যুরিজম সমাজের জন্য ব্র্যান্ডিং এবং আগামী ৩ বছর ধরে আরও উন্নয়নের সাথে সংযোগ স্থাপনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
ডালটন জহির ইউরোপিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ের সাথে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশকে পরিচিত করার জন্য “ওয়েলকাম বাংলাদেশ”ব্র্যান্ডিং করে যাচ্ছেন। জহির ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির (২০২৩-২০২৫ মেয়াদে) কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
প্রসঙ্গত, ডাল্টন জহির প্রতিষ্ঠাতা সিইও- ট্রাভেলার কি, ইউরোপ কি, ট্রাভেলার টাইমস, ওয়ার্ল্ড ভ্যাকেশন ক্লাব, ওয়েলকাম বাংলাদেশ। তিনি বাংলাদেশ পর্যটন সেক্টরে ২৩ বছর ধরে কাজ করছেন। পর্যটন সেক্টরে কর্মময় জীবনে তিনি ব্র্যাক (বিএসএল) এর বিক্রয় ও বিপণন প্রধানের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি, রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং গল্ফ সিলেট, ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট কক্সবাজার, লেকশোর হোটেল গুলশান, মটোরোলা মোবাইল, অ্যাপল কম্পিউটার, ফিলিপস মোবাইল এবং বাংলাদেশের জন্য ফুজিফিল্ম ডিজিটাল ক্যামেরা (সিঙ্গাপুরে জেল কর্প কর্পোরেশন) এর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।