বাংলাভূমি ডেস্ক ॥
ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করতেই রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিববার (১৯ নভেম্বর) রংপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া হিন্দুদের বাড়িঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করতে এসব ঘটনা ঘটিয়েছে। যারা ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক বিনষ্ট করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। এসব করে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবে না।
তিনি আরও বলেন, আগামী একাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ও অপশক্তি দেশের পরিস্থিতিকে ঘোলাটে করতে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২৫ হাজার, ঘর তৈরির জন্য ৭ হাজার ও মন্দির নির্মাণের জন্য ৭ হাজার টাকা অনুদান দেন। লাগলে আরও দেয়া হবে বলেও জানান তিনি।