স্পোর্টস ডেস্ক ॥
ভাইয়ের মৃত্যুর ভুয়া খবরে বেশ বিরক্ত নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।
ফেসবুক, টুইটারে এমন মিথ্যা প্রচারণাকারীকে খুঁজছেন তিনি।
হঠাতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্রেন্ডন ম্যাকালামের ভাই নাথান ম্যাককালামের মৃত্যুর খবর।
টুইটার, ফেসবুকে ছেয়ে যায় সেই খবর। অথচ দিব্যি বেঁচে আছেন এই কিউই অফস্পিনার।
নিউজিল্যান্ড ক্রিকেটের একটি ফ্যান ক্লাবের টুইটার পেজে প্রথম প্রকাশিত হয় এমন ভুয়া খবর।
এ খবরে বিভ্রান্ত হয়ে পড়ে দুই ভাইয়ের লাখো ফলোয়ার। কেননা শুধু নাথানের মৃত্যুর সংবাদ দিয়েই ক্ষান্ত হয়নি পেজটি। তার স্ত্রী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বলে অপপ্রচার করে পেইজটি।
পোস্টে তারা লিখেন, ‘নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, যিনি নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছেন, সেই নাথান ম্যাককালাম আর নেই। তার স্ত্রী ভেনিসা তার মৃত্যুর খবরটি জানিয়েছেন।’
এরপর এমন গুজব বন্ধ করতে নাথান নিজেই জানান, আমি বেঁচে আছি এবং যে কোনো সময়ের চেয়ে ভালো আছি। জানি না এসব খবর কোথা থেকে আসে। তবে এটা ভুয়া। সবাইকে ভালোবাসি।’
নাথান বিষয়টিকে মজা ভেবে নিলেও ব্রেন্ডন বিষয়টি একদম ভালোভাবে নেননি।
এ ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ব্রেন্ডন ম্যাকালাম। মৃত্যুর খবর নিয়ে এমন তামাশা একেবারেই অমার্জনীয় বলে জানান ব্রেন্ডন।
তিনি সোশ্যাল মিডিয়ায় পাল্টা হুমকি দিয়ে লেখেন, এরকম গুজব ছড়ানোর পিছনে যে রয়েছে তাকে ছেড়ে দেওয়া হবে না।
শনিবার তিনি টুইটারে লিখেন, যে এটা করেছে, আমি তাকে খুঁজে বের করব যেভাবেই হোক।