স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশন উদ্যোগে রবিবার নগর ভবনে পয়ঃ বর্জ্য কার্যক্রমে এস এন ভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গাইজেশনের সহযোগিতায় বেইজলাইন সার্ভের কার্যক্রমের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি-কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এ কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম। এস এন ভি‘র গর্ভানেন্স এডভাইজর মোঃ শহীদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রকৌশলী মোঃ আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ মজিবুর রহমান কাজল, সহকারী প্রকৌশলী (পানি) মোঃ নজরুল ইসলাম প্রমুখ।