কাপাসিয়া ব্যুরো ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে শনিবার সকাল থেকে দিনব্যাপী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ তার বড় বোন আওয়ামীলীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির নৌকা মার্কার পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছেন। সকালে দরদরিয়া গ্রামের বাড়িতে তার চাচির জানাজা শেষে গণসংযোগ শুরু করেন। তিনি বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার তরগাঁও, মিয়ার বাজার, কাপাসিয়া বাসস্ট্যান্ড, চাঁদপুর, ভাকোয়াদী সহ বিভিন্ন স্থানে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বিভিন্ন স্থানে প্রচারণার সময় সোহেল তাজ বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ ধারা অব্যাহত রাখতে এবং আওয়ামীলীগের হাতকে শক্তিশালি করতে হলে এবার নৌকা প্রতিকে ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রুপকার। সেই ধারাবাহিকতায় কাপাসিয়ায় সিমিন হোসেন রিমিকে ভোট দিয়ে কাপাসিয়াকে একটি মডেল কাপাসিয়া রুপান্তর করার অগ্রযাত্রায় সহযোগিতা করতে হবে। উন্নয়ন করতে হলে নৌকার কোন বিকল্প নাই। তিনি বলেন, বিগত দিনে কাপাসিয়ার যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে হয়নি। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় তার সাথে অন্যান্যের মাঝে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, চাঁদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মাস্টার, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শাওন, সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম রফিক, দিপক মজুমদার খোকন, মোঃ রফিকুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।