এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসায় আরবি শিক্ষার পাশাপাশি পাঠ্য পুস্তকে বাংলা ইংরেজী মাধ্যমকে বাধ্যতামূলক করেছেন। বাংলাদেশের মত মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থী বিশ্বে আর কোথাও নেই। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন প্রধান মন্ত্রীর মাধ্যমে আলীয়া,কওমী, দারুল আরকাম ও তাবলীগ জামাতের মাধ্যমে প্রতিটি সমাজে ইসলামের দাওয়াত পৌছে দেয়ার আহ্বান। এতে আল্লাহ রাসূল (সা:) দীনী শিক্ষাই প্রতিষ্ঠিত হবে। শনিবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বঙ্গতাজ অডিটোরিয়ামে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপ পরিচালক মো: আব্দুল্লাহ আল মাসুদ স্বাগত বক্তব্য রাখেন। গাজীপুর জেলা গণশিক্ষা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাওলান মো: ইসমাইল হোসেন পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেন। অন্যন্যদের মাঝে ইফার মসজিদ ও মার্কেট ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আকতার হোসেন গাজীপুরী, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, ইফার প্রধান কার্যালয়ের মো: জাকির হোসাইন, সহকারী পরিচালক গাজী আনোয়ারুল হক বক্তব্য রাখেন।
ইসলামের দাওয়াত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া, ইসলামকে প্রচার ও প্রসারের জন্য বিশ্বব্যাপী আলোচিত ইসলামের দাওয়াতে অগ্রণী ভূমিকা রাখায় ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে আলেম ওলামাদের পক্ষে উপপরিচালক আব্দুল্লাহ আল মাসুদ ‘দাওয়াতী মেহনতের অগ্রদূত’ উপাধীতে ভূষিত করেন।