সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জিসিসির বোর্ডবাজার ব্র্যাক অফিস প্রাঙ্গনে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে শিশুদের মাঝে বই পড়ার আগ্রহ বৃদ্ধির জন্য বই মেলা, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার ব্র্যাক ইনোভেশন ফর ইমপ্রোভিং আর্লি গ্রেড রিডিং এ্যাকটিভিটির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বইয়ের দোকান, খাবার দোকান শিশু বাচ্চাদের খেলনা, প্রসাধনী সামগ্রীর ১৫টি ষ্টল ছিল। ব্র্যাকের কর্মকান্ডে জড়িত এলাকার ৩০ টি স্কুলের ৯০০জন শিক্ষার্থী চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি কাউন্সিলর জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি সমাজ সেবক মোঃ আব্দুল মতিন পুরস্কার প্রদান করেন। ব্র্যাক শিক্ষা কর্মসুচি বোড বাজার শাখা ব্যাবস্থাপক মাধব কুমার সিংহের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা প্রতিনিধি প্রনব কুমার রায়। অনুষ্ঠানে ব্র্যাক অফিসের উর্দ্ধতন কর্মকর্তা স্কুলের শিক্ষক শিক্ষার্থী অবিভাবক উপস্থিত ছিলেন।