স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা এবং সন্ত্রাসী, জঙ্গী হামলা রোধকল্পে র্যাব-১ এর গাজীপুর কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গার্মেন্টস সেক্টরে অস্থিশিলতা ও টঙ্গী বিশ্ব ইজতেমা নিয়ে নাশকতা রোধে মানুষের নিরাপত্তা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে র্যাবের ৩ কর্মকতার সমন্বয়ে ৬টি টহল পিকআপ, ৬০ সদস্য জেলার অবস্থিত বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাব-১ জানায়, কোন দুষ্কৃতিকারী ছদ্ধবেশে আবাসিক হোটেলে অবস্থান নিয়ে নির্বাচনকে ঘিরে জেলায় নাশকতা, জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত বা নির্বাচনে সহিংসতার পরিকল্পনা করতে না পারে এ ব্যাপারে হোটেলের মালিক এবং দায়িত্ব প্রাপ্ত ম্যানেজারদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সাদা পোষাকে আমরা তথ্য সংগ্রহ করছি এবং র্যাব-১ উত্তরা, ঢাকার অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম ও র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন উক্ত নিরাপত্তার সার্বক্ষনিক তদারকি কাজে নিয়োজিত রয়েছেন।