
সংবাদ প্রকাশের পর জরুরী ভিত্তিতে এম.এন ডায়িং এ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন
গত মঙ্গলবার (২২শে এপ্রিল) বাংলাভূমি’র প্রথম পাতায় “লবনদহের গলা টিপে ধরেছে এম.এন ডায়িং” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জরুরী ভিত্তিতে আমলে নিয়ে ওই দিনই কারখানাটি পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর। সংবাদ প্রকশের পর জরুরী ভিত্তিতে সে দিনই সরেজমিনে বিষয়টি পরিদর্শনে আসেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রব। তার উপস্থিতিতে সদর দপ্তরের উপ-পরিচালক…