
৩৯ স্ত্রীর স্বামী ও ১২৭ সন্তানের বাবা, তাই দামি ভোটার তিনি
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতে নতুন পর্বে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে শুক্রবার মিজোরামের একটি আসনের নির্বাচনে বহু স্ত্রী আর সোয়া শতাধিক ছেলে মেয়ে এবং নাতি নাতনী থাকায় গোত্র নেতা জিওনংহাকা চানা নামের এক ব্যক্তি নির্বাচনে প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যের এই লোকটির ৩৯ জন স্ত্রী ও ১২৭ জন ছেলে-মেয়ে ও নাতি-নাতনী…