
বগুড়ায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের মাঝে চেক বিতরন
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বগুড়ায় মঙ্গলবার ঝড়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার জন্য চেক বিতরন করা হয়েছে। বগুড়া পৌরসভার নগর অংশীদারিত্বেরে মাধ্যমে দারিদ্র হ্রাস করন প্রকল্প মালতিনগর ক্লাস্টারের আওতায় ৮০ শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৯১ হাজার ৯০৪ টাকার চেক বিতরন করা হয়। এছাড়াও উক্ত ক্লাস্টারের আওতায় বিভিন্ন প্রশিক্ষানার্থীদের মাঝে ৫২ হাজার ৫০০ টাকার চেক বিতরন করা…