
স্পেন-ডাচ ম্যাচে ম্যারাডোনার ভুল ভবিষ্যৎবাণী
স্পোর্টস ডেস্ক, খেলা শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায়। তবে তার আগেই স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যকার খেলার ভবিষ্যৎবাণী করেছিলেন ফুটবলের ‘ঈশ্বর’ বলে খ্যাত দিয়েগো ম্যারাডোনা! নিজের ফুটবল অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছিলেন, স্পেন ও ডাচদের খেলা ১-১ গোলে ড্র হবে। কিন্তু খেলা শেষে যে ফলাফল দাঁড়িয়েছে তা দেখে সবারই চোখ ছানাবড়া হওয়ার মতো। নেদারল্যান্ডস ৫-১…