
ঢাকার নদী দখল ও দূষণে ১০৯৩ শিল্পকারখানা চিহ্নিত
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদ দূষণ এবং দখল করেছে এক হাজার ৯৩ শিল্প-কারখানা। এসব কারখানা থেকে প্রতিদিন লাখ লাখ টন শিল্পবর্জ্য, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, ট্যানারি বর্জ্য, পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালি বর্জ্য, ডকইয়ার্ডের লোহার মরিচা, সিমেন্ট-বালুমিশ্রিত পানি, পোড়া তেল-মবিল নদীতে ফেলার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ঢাকার নদী দখল ও দূষণে ১০৯৩ শিল্পকারখানা চিহ্নিত ইনস্টিটিউশন…