
শ্রোতাদের কাছে হৃদয় খানের গান আহ্বান
বিনোদন ডেস্ক ॥ ঢাকা: মাত্র দুই লাইন গেয়েই জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের সাথে একই মিউজিক ভিডিওতে যে কেউ জায়গা পেতে পারেন, আর এমন ঘোষণা দিয়েই শ্রোতাদের মধ্যে চমক সৃষ্টি করেছেন হৃদয় খান। জানা গেছে, ‘জন্মেছি এখানে তাই হয়েছি আমি ধন্য, বাংলাদেশ তোমারি জন্য’ গানটির কোরাস গেয়ে ভিডিও করে পাঠালে সেই ভিডিও হৃদয় খানের পছন্দ হলে…