
ঘোড়াশালে ৩টি গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতি ৪ লাখ
বিল্লাল হোসেন নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্বরের একটি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (আজ) রাত ৯ টায় বাতেনেরস্কার্পের তিনটি গুডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুন বারী জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে প্রাণ আরএফএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট, পলাশ ফায়ার সার্ভিসের আরো দুটি এবং…