
জামিআ সাবিলুর রাশাদ গাজীপুরের দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥জামিআ সাবিলুর রাশাদ গাজীপুরের নূরানী শিশুশিক্ষা প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) গাজীপুর মহানগরের পূর্ব দেশীপাড়া এলাকায় অবস্থিত অত্র জামিআ’র মাদরাসা মাঠে আসরের নামাজের পর থেকে দোয়া মাহফিল শুরু হয়। দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন ঢাকা কল্যাণপুরের পীরে কামেল মুফতী আবু সাঈদ। অত্র জামিআ’র সভাপতি ও জমিদাতা…