শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > আজমলের ৫ উইকেট

আজমলের ৫ উইকেট

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ফর্ম দেখালেন স্পিন তারকা সাঈদ আজমল। পাক স্পিনারের পাঁচ উইকেট শিকারে জয় দিয়ে ক্যারিবীয় সফর শুরু করেছে পাকিস্তানও। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে গায়ানাকে ৭ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তান। আগে ব্যাটিংয়ে এতে ৯ উইকেটে পাকিস্তান ৫০ ওভার শেষ করে ২৪৬ রানে। জবাবে ২৩৯ রানে সব উইকেট হারিয়ে ৭ রানের হার মানে গায়ানা। বল হাতে পাকিস্তানের সেরা তারকা আজমলকে উইকেট দেয়ার আগে গায়ানা দলে একমাত্র অর্ধশতক দেখান দেওনারায়ণ। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের উইকেটরকের গ্লাভস হাতে দেখা গেছে উমর আকমলকেই। এতে উইকেটের পছেনে এক ক্যাচ লুফে নিলেও ব্যাট হাতে উমর আকমলের অবদান ৯ রান। ম্যাচে দিনের শুরুতে ক্যারিবীয় সাফল্যও দেখা যায় দলের স্পিন বোলিংয়ে। দেবেন্দ্র বিশু ও পেরমল পান সমান তিন পাকিস্তানি উইকেট। আর পাক দলের ব্যাটিংয়ে এদিন একমাত্র অর্ধশতক ওপেনার আহমেদ শেহজাদের। তবে বাকি আট পাকিস্তান ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছে পড়ে খেই হারান। এদিন দীর্ঘ বিরতিতে পাক দলের জার্সি গায়ে ক্রিজে দেখা যায় শহীদ আফ্রিদিকে। বড় ইনিংস দেখাতে না পারলেও এদিন পাকিস্তান দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আফ্রিদিরই। বল হাতেও আফ্রিদি দেখান ৯ ওভারের স্পেল। এতে আফ্রিদি উইকেটশূন্য। ৩৭ রানের বিনিময়ে আজমলের ৫ উইকেট ছাড়াও পাক পেস বোলিংয়েও সাফল্য পান দীর্ঘকায় তারকা মোহাম্মদ ইরফান। সাড়ে সাত ফুটি এ ক্রিকেটার ৭ ওভারের স্পেলে ২৭ রানে নেন ৩ ক্যারিবীয় উইকেট।