শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ‘ক্রিকেটে ফিরতে চাই’

‘ক্রিকেটে ফিরতে চাই’

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘না, ভারমুক্ত হতে পারলাম কোথায়? এখনওতো শাস্তিই জানলামনা! কত বছর হবে এই শাস্তি তা না জানলে এখনও চিন্তার মধ্যে থাকতে হবে। এখন আকসু’র রিপোর্ট দেয়ার পর শুরু হয়েছে আরেক লড়াই। আইনজীবী ঠিক করতে হবে, তারপর আইনি লড়াইয়ে যেতে হবে। তবে আগের চেয়ে ভাল আছি।’ গতকাল আকসুর তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া মানবজমিনকে জানান মোহাম্মদ আশরাফুল। তবে তিনি তদন্তে উঠে আসা বাকি আটজনের নাম জানেন না বলেই জানান। একই সঙ্গে যারা অভিযুক্ত বা জড়িত তাদের কাছে অনুরোধ করেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে নিজের দোষ স্বীকার করে নিতে। গতকাল বিকাল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সম্ভাব্য ম্যাচ ফিক্সিংয়ের উপর পরিচালিত তদন্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তার আগে গতকাল সকালে আকসু’র ডাকে হোটেল রেডিসনে আসেন ঢাকা গ্লাডিয়েটর্সের ক্রিকেটার মো. আশরাফুল।
আকসু ও আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে কথা শেষে মো. আশরাফুল বলেন, ‘আকসু’র সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা আমাকে তদন্ত কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও আমাকে তারা আইনজীবী নিয়োগ করার জন্য বলেছেন। শাস্তির বিষয়টা এখনই নয়, আগে সব কিছু বিচার হবে এরপরই শাস্তি নির্ধারণ করা হবে।’
অন্যদিকে বিসিবি’র প থেকে বলা হয়েছে, ‘নিজস্ব ট্রাইবুনাল গঠনের মাধ্যমে আকসু’র রিপোর্ট যাচাই বাছাই করেই দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।’ প্রতিনিধি দলের সঙ্গে স্বাাত শেষে আশরাফুল আরও বলেন, ‘আর যাদের নাম আছে বা আসবে আমি তাদের অনুরোধ করছি তারা যেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে নিজেদের দোষ স্বীকার করে নেয়।’ কিন্তু তার সঙ্গে বাকি ক্রিকেটার ও কোন কর্মকর্তার নামই জানেন না বলে জানান আশরাফুল। তিনি বলেন, ‘এখন আমার শুধু নিজেরই চিন্তা। সত্যি কথা বলতে কি আমাকেও তারা সবার নাম বলেনি।’ নিজের শাস্তি নিয়ে আকসুর সঙ্গে আলোচনা প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আসলে আমি আমার শাস্তি কমানো নিয়ে আকসুর কাছে কোন রকম অনুরোধ করিনি। তবে আমি চাই ক্রিকেটে ফিরতে। আমি এখন আমার আইনি লড়াই নিয়ে চিন্তা করছি।’ বিসিবি তাকে আইনজীবী নিয়োগে সহযোগিতা করবে কিনা এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘না, এটা বিসিবি’র বিষয় নয়, আমাকেই করতে হবে। এখন আমার চিন্তা একটাই, শাস্তিটা না জানি কত বছর হয়। শাস্তির মেয়াদ জানার পরই আমার অন্যান্য করনীয় ঠিক করবো।’